অমানবিক কোচবিহার! জরুরি পরিষেবায় নিযুক্তদের বাড়িতে ঢুকতে বাধা

পুলিশ-প্রশাসনের তরফ থেকে বারবার আবেদন জানানো সত্ত্বেও জরুরি পরিষেবায় জড়িত ব্যক্তিদের বাড়িতে ঢুকতে বাধা। শনিবার কোচবিহারের গুঞ্জবাড়ি সংলগ্ন মান্টু দাস পল্লি এলাকায় জরুরি পরিষেবায় জড়িত দুই তরুণী নাইট ডিউটির পরে বাড়ি গেলে ঢুকতে বাধা দেন বাড়িওয়ালা এবং প্রতিবেশিরা। তাঁরা ২জন কলকাতা থেকে আসা ছাত্রছাত্রীদের কোয়ারান্টাইন সেন্টারের বাইরে কর্মরত ছিলেন। অবশেষে ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায় এলাকায় গিয়ে দুই তরুণীকে বাড়িতে ঢুকিয়ে দেযন। বাড়ির মালিকও পাড়া-প্রতিবেশীদের কড়া ভাষায় জানিয়ে দেন, জরুরি বিভাগে যুক্ত যে সমস্ত মানুষ রয়েছেন তাঁদের সহযোগিতা না করলে সকলের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি তিনি এলাকার মানুষদের নিজের ফোন নম্বর দেন। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল জানান, সিভিল ডিফেন্সে কর্মরা দুই তরুণীকে পাড়ায় প্রবেশ করতে বাধা দেয় এই খবর পান তিনি। তৎক্ষণাৎ আধিকারিকরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনও মানুষ যদি বাধা দেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।