ফের টুইট।
রাজ্যপাল লিখেছেন,” মৃতের সংখ্যা গোপন বন্ধ করুন। এক একজায়গায় এক একরকম তথ্য বন্ধ হোক। মানুষ দুর্দশায় আছে। রাজনৈতিক দলগুলি শকুনের মত মৃতদেহের অপেক্ষায় আছে- এই মন্তব্য প্রত্যাহার করে সকলকে নিয়ে কাজ করুন।” রেশন সিস্টেম নিয়ে রাজ্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী, বিজেপির রাজ্য নেতৃত্ব, কংগ্রেসও একই কথা বলেছেন।
সুজন বলেন,” মৃতের সংখ্যা নিয়ে যা হচ্ছে, তাতে গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত।” বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করেছেন।
কংগ্রেসের অধীর চৌধুরী বলেন,” খাদ্য দপ্তরে দুর্নীতি চলছে। কেন্দ্র থেকে ভালো চাল যাচ্ছে। দেখতে হবে পাল্টে যাচ্ছে কি না। খাদ্যমন্ত্রী ডোবাচ্ছেন।”
রাজ্যপাল ও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ববি হাকিম। তিনি বলেন,” একদিনে সব হবে না। বড় কাজে দুএকটা অসুবিধে হতে পারে। কিন্তু রেশন সিস্টেম ভালো কাজ করছেন।”