লকডাউনের ফলে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ না থাকলে তাদের নিজেদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই পাশাপাশি এই বিষয়ে একটি গাইডলাইনও তৈরি করা হয়েছে।
এরপরই গত দু-তিন দিন ধরেই দেশ জুড়ে বাড়ি ফেরার জন্য উন্মুখ পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি প্রকাশ্যে আসে। কোথাও কোথাও দুই তিনদিন ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা যায় শ্রমিকদের ।
এভাবেই প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে উঠে বাড়ি ফেরার চেষ্টা করে একদল অসহায় শ্রমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি ।
জানা গিয়েছে, একটি কংক্রিট মিক্সার ট্রাকের মধ্যে লুকিয়ে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল ১৮ জন পরিযায়ী শ্রমিক। শনিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরে পুলিশ আটক করে তাদের ।
ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরি জানিয়েছেন , ‘ওই শ্রমিকরা মহারাষ্ট্র থেকে লখনউ যাচ্ছিল। তাদের পাশাপাশি আটক করার পর ট্রাকটিকেও আটক করেছে পুলিশ। এই ঘটনায় একটি এফআইআরও দায়ের হয়েছে।’ অসহায় শ্রমিকদের এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ট্রাকে লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা অবাক করেছে পুলিশকেও।
প্রাণের ঝুঁকি নিয়ে কংক্রিট মিক্সার ট্রাকে লুকিয়ে ফিরতে গিয়ে আটক একদল পরিযায়ী শ্রমিক
Date:
Share post:
