Wednesday, December 24, 2025

“ইরফানের চলে যাওয়া ক্ষতি নয়, অর্জন আছে” স্বামীকে নিয়ে খোলা চিঠি সুতপার

Date:

Share post:

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই থামিয়ে বুধবার না ফেরার দেশে চলে গিয়েছেন ইরফান খান। কিন্তু ইরফানের স্মৃতিতে আষ্টেপৃষ্ঠে নিজেদের জড়িয়ে রেখেছে তাঁর পরিবার ও গুণমুগ্ধ ভক্তরা। ইরফানকে নিয়ে খোলা চিঠি লিখলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার।

“সারাবিশ্ব বলছে ইরফানের মৃত্যু তাদের ব্যক্তিগত ক্ষতি। কী করে বলি ইরফানকে নিয়ে যা বলব তার সবটাই ব্যক্তিগত? ইরফানের জন্য অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। ইরফানের এই চলে যাওয়া ক্ষতি নয়। বরং এর মধ্যেই অর্জন আছে। এই অর্জনের কথা বেশিরভাগ মানুষের অজানা। ইরফানের চলে যাওয়া বা যা কিছু অবিশ্বাস্য তা আসলে ইরফানের ভাষায় ‘ম্যাজিকাল’। ইরফান বলত থাকা আর না-থাকার মধ্যেও একটা ছন্দ আছে, যাদু আছে। আমায় দেখা যাচ্ছে না মানে আমি নেই, তা নয়।”

তবে স্বামী ইরফানের উপর একটা কারণেই অভিমান রয়েছেন সুতপার। “সারা জীবন কেন আমাকে এতটা আদরে রেখেছিল, কেন মেনে নিয়েছিল আমার সব আবদার? ইরফানের পারফেকশনিস্ট মনোভাব কিছুতেই সাধারণ কোন কিছুতে আমাকে সন্তুষ্টি দেয় না!” ইরফান শিখিয়েছিল ঝড়ের মধ্যে, বেদনার মধ্যে ছন্দকে ধরে রাখার মন্ত্র। জীবনে যত বড় ঝড় আসুক কোনও ছন্দপতন যেনো না হয়। প্রেসক্রিপশনটা একটা স্ক্রিপ্টের মতো হয়ে গেছিল।

আড়াই বছরের সঙ্গে ইরফানের আর তাঁর ৩৫ বছরের দাম্পত্যের কোনও মিল নেই তাও উল্লেখ করেছেন সুতপা। এই সময় যারা পাশে থেকেছেন তাদের লিস্ট অনেক লম্বা। তার মধ্যেও অঙ্কোলজিস্ট নীতেশ রোহতাগি, চিকিৎসক ডান ক্রেল (ইউকে)  চিকিৎসক শিদ্রাভি (ইউকে) উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, “আমার অন্ধকার দিনের আলো কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক সেবান্তি লিমায়ে। কী অভূতপূর্ব, বেদনাময়, উত্তেজনাপূর্ণ এই জার্নি! তা বলে বোঝাতে পারব না।”

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...