লকডাউনে লোকালয়ে বিষধর সাপ দেখতে সামাজিক দূরত্ব ভেঙে উপচে পড়লো হুজুগে ভিড়!

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সংক্রমণ রুখতে একমাত্ৰ উপায় সামাজিক দূরত্ব। কিন্তু কে কার কথা শোনে। কিছু একটা হুজুগ পেলেই হলো। জীবন যায় যাক, বুড়ো আঙুল লকডাউনকে।

শনিবার হুগলি জেলার ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস আর বি এস রোডের (ওয়েস্ট) একটি পুকুর পাড়ে এক বিশালাকার বিষধর সাপের দেখা মিললো। যেটা চন্দ্রবোড়া নামে পরিচিতি। স্থানীয় লোকেরা আতঙ্কিত হয়ে খবর দেন ভদ্রেশ্বর থানায়। এরপর চন্দন ফ্লেমিং সিং নামের এক সর্প বিশারদ এসে সাপটিকে উদ্ধার করেন।

তিনি জানান, সাপটি অত্যন্ত বিষধর। প্রায় ৫ ফুট লম্বা। ওই সর্প বিশারদের দাবি, এই লকডাউন পিরিয়ডে এইসব জীবজন্তুর তাদের প্রকৃত পরিবেশ ফিরে পেয়েছে। তারা নির্ভয়ে তাই বাইরে বেরোচ্ছে। সাপটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় পৌঁছে দেবে বলে জানান নিরাপদ আশ্রয় পৌঁছে দেবে বলে জানান।

তবে সাপটিকে দেখতে যেভাবে ভিড় উপচে পড়েছিল, তা যথেষ্ট উৎকণ্ঠের বিষয়। বেশিরভাগ মানুষ একে অন্যের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। যাদের বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক। মোবাইলে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রশাসন সব দেখেও কেন ভিড় সরালো না, তা নিয়ে প্রশ্ন উঠছে।