গ্রিন জোনে বাস চালানো যাবে তো! প্রবল আপত্তি

সোমবার থেকে কি বাস চলবে? না, চলার সম্ভাবনা প্রবল। কারণ, বাস মালিকরা বলছেন, বাসে যে অর্ধেক যাত্রী নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা বলা হয়েছে, সেই নীতি মানতে হলে বাস চালাতে হবে ব্যাপক ক্ষতিতে। বাস সংগঠন জয়েন্ট সিন্ডিকেটের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, এভাবে মোটেই বাস চালানো সম্ভব নয়। রাজ্য সরকার যদি ড্রাইভার, কন্ডাক্টরদের মাইনে ও ভর্তুকি দেয়, তাহলে চালানোর কথা ভাবা যেতে পারে। একটি সূত্র জানাচ্ছে, সরকার সামান্য কিছু ভর্তুকির কথা ভাবছে। কিন্তু তাতে কি বাস চালানো সম্ভব? সম্ভাবনা খুবই অল্প।