কেন্দ্রের নির্দেশের পর গুজরাত থেকে ফিরতে আবেদন ২০ লক্ষ শ্রমিকের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে, ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক- পড়ুয়াদের নিজের রাজ্যে ফেরাতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই অনুমতি পাওয়ার পর গুজরাত থেকে নিজেদের রাজ্যে ফিরতে আবেদন জানিয়েছে ২০ লক্ষ শ্রমিক।

গুজরাতের ১৬ আইএএস ও আইপিএস অফিসারদের একটি দলকে বাড়ির ফেরানোর প্রাথমিক পরিকল্পনা ও রূপায়ণ করতে বলা হয়েছে। কিন্তু ২০ লক্ষ শ্রমিকের আবেদন প্রক্রিয়া কীভাবে হবে তা নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন। এক সরকারি আধিকারিক জানান, “শ্রমিকদের সংখ্যা আরও বাড়তে পারে। আবার গ্রিন জোনে কারখানা ও ব্যবসার কাজ শুরু হলে অনেকে বাড়িতে নাও ফিরতে পারেন। ” জানা গিয়েছে, সুরাট, আহমেদাবাদ, বদোদরা ও ভারুচ থেকে শ্রমিকরা বাড়ি ফেরার আবেদন জানিয়েছেন।

Previous articleওজনে কারচুপির অভিযোগ, রেশন ডিলারকে বেঁধে রেখে বিক্ষোভ
Next articleরাজ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ