Tuesday, January 27, 2026

BREAKING: বিশেষ আইনে কলকাতা পুরসভার প্রশাসক হতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম

Date:

Share post:

জল্পনার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার প্রশাসক নিযুক্ত হচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম।

বিশেষ আইন “রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট” প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই প্রশাসক করা হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে সরকারি কোনও ঘোষণা এখনও হয়নি।

শুধু তাই নয়, ওই সূত্র আরও জানাচ্ছে, কলকাতা পুরসভার জন্য মোট ১৪ জনের প্রশাসক বোর্ড গঠন করতে চলেছে নবান্ন। মেয়র ফিরহাদ হাকিম-সহ ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বর্তমান তৃণমূল বোর্ডের সমস্ত মেয়র পারিষদরাই নাকি থাকবেন সেই বোর্ডে। বুধবারই নবান্ন থেকে সেই নির্দেশিকা জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী-সুপ্রাচীন কলকাতা পুরসভার ইতিহাস বদলে দিতে চলেছে মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার জেরে সঠিক সময়ে নির্বাচন না হওয়ার দরুণ কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। আগামী ৮ মে থেকে প্রশাসকের অধীনে চলে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেয়র ফিরহাদ হাকিম নিজেই এমন ইঙ্গিত দিয়ে ছিলেন এদিন।

আগামী ৭ মে মেয়র হিসেবে মেয়াদ ফুরাবে ফিরহাদ হাকিম এবং তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের। তারপরই প্রশাসক নিয়োগ করে পুরসভার কাজকর্ম পরিচালিত হবে।

এদিকে আবার কলকাতা পুরসভার আইন অনুযায়ী, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ চালাতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটতে হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছে এ বিষয়ে চিঠিও পৌঁছে গিয়েছে। আইন মোতাবেক যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য সরকারই নেবে। খুব শীঘ্রই নির্দেশিকা দিয়ে জানাবে রাজ্য সরকার। কারণ, করোনা পরিস্থিতির মধ্যে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজকর্ম একদিনও বন্ধ রাখা যাবে না।

এ বিষয়ে মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার। মেয়র হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা তাঁর নেই। আগামী কয়েক ঘন্টার দিনের মধ্যেই হয়তো নির্দেশিকা প্রকাশ করবে রাজ্য সরকার”।

এরই মাঝে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, ইতিহাসে প্রথমবারের জন্য কলকাতা পুরসভার প্রশাসক কে হবেন? পুর কমিশনার, নাকি অন্য কেউ? সেখানে নাম উঠে এলো বর্তমান মহানগরিক ফিরহাদ হাকিমেরই। শুধু ঘোষণার অপেক্ষা।

spot_img

Related articles

পুরীর হোটেলে বুকিং জালিয়াতি, কলকাতা পুলিশের জালে অভিযুক্ত

বিজেপি (BJP) রাজ্য যেন জালিয়াতির আঁতুরঘর! এখন বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া মানে অনলাইনে হোটেল বুকিং করা হয়।...

জনহীন গদ্দারের স্বাস্থ্য শিবির, সেবাশ্রয়-ই ভরসা নন্দীগ্রামের

মণীশ কীর্তনীয়া, নন্দীগ্রাম গত অক্টোবর মাস থেকে আবেদন যাচ্ছিল তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে নন্দীগ্রামে...

SIR নিয়ে অশান্তির আবহে আগামী সপ্তাহে দিল্লি সফরে বাংলার মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে অপরিকল্পিত এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে একযোগে আক্রমণ তীব্র...

‘সাম্প্রদায়িক বিভেদ’ বিতর্কে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা শাহরুখের

বলিউডে (Bollywood Industry) কাজের ক্ষেত্রে কি ধর্ম দিয়ে বিচার করা হয়? সম্প্রতি এ আর রহমানের (AR Rahman) 'সাম্প্রদায়িক...