Saturday, November 15, 2025

করোনা হাসপাতালে ১৫ দিন ডিউটি বাধ্যতামূলক, অন্যথায় ডাক্তারদের রেজিস্ট্রেশন বাতিল

Date:

করোনা বিশ্ব মহামারির পরিস্থিতিতে চিকিৎসকদের একাংশের কর্তব্যে অনীহার পরিপ্রেক্ষিতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে মহারাষ্ট্র সরকার। রাজ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে চিকিৎসক, বিশেষত বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য। এই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি মাসে কমপক্ষে ১৫ দিন করোনা হাসপাতালে ডিউটি করতেই হবে। তারপর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন তাঁরা। এই নিয়মের অন্যথা হলে চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বলে ঘোষণা করবে রাজ্য সরকার। করোনা বিধ্বস্ত মুম্বইতে এই নিয়ম লাগু করা হয়েছে। জানানো হয়েছে, যে ডাক্তারদের বয়স ৫৫ বছরের কম, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম বলবৎ হবে। ৫৫ বছরের উপরে বয়স হলে তাঁদের এই নিয়ম না পালন করলেও চলবে। আপাতত ২৫ হাজার চিকিৎসক গোটা মুম্বই জুড়ে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেক চিকিৎসকের অবদান গুরুত্বপূর্ণ। রাজ্য তাঁদের কাছে এই বিপর্যয় মোকাবিলায় সাহায্য চাইছে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের পছন্দমত হাসপাতাল বেছে নেওয়ারও ছাড় দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফর্ম দেওয়া হয়েছে, যেখানে চিকিৎসকরা নিজেদের পছন্দের হাসপাতালের নাম দিতে পারবেন। এছাড়াও নিজেদের যোগ্যতা ও কোনও অসুস্থতা তাঁদের রয়েছে কিনা, তাও জানাতে পারবেন।

একইভাবে এর আগে বিহার সরকার জানিয়েছিল, ৩১ মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত কোনও কারণ না দেখিয়ে কাজে অনুপস্থিত রয়েছেন যে চিকিৎসকরা, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিহারের স্বাস্থ্য দফতর থেকে এঁদের প্রত্যেকের কাছে শোকজ করে কড়া চিঠি পাঠানো হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী রাজ্যের ৩৬২ জন সরকারি চিকিৎসককে এই চিঠি পাঠিয়েছে বিহার সরকার।

 

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version