Wednesday, August 20, 2025

কোচবিহারের একশোর বেশি লোকের সংস্পর্শে আসেন অসমের করোনা আক্রান্ত

Date:

কোকরাঝাড়ের করোনাভাইরাস আক্রান্ত যুবক কোচবিহারের একশোর বেশি নির্মাণকর্মীর সংস্পর্শে আসেন। বুধবার, সকালেই এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে কোচবিহারের জেলা প্রশাসন। ইতিমধ্যেই তুফানগঞ্জের ৭০ জন এবং কোচবিহার শহরের ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। এঁদের সকলের লালা পরীক্ষা করা হবে। বর্তমানে প্রত্যেকেই কোচবিহার জেলার স্বাস্থ্য দফতরের নিরীক্ষণের রয়েছেন।

আক্রান্ত ব্যক্তি এক ঠিকাদারের কাছে মংপং এলাকায় নির্মাণ কাজে যুক্ত ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে আরও ৪০ জন কর্মী ছিলেন। লকডাউন শুরু হওয়ার পরে তাঁরা সকলেই পাহাড় থেকে হাঁটা পথে নেমে আসেন। ঠিকাদার তাঁদের আগেই পৌঁছে যান কোচবিহারে। কোচবিহার টাকাগাছ এলাকায় অস্থায়ী বাসভবনে থাকতেন ওই নির্মাণ কর্মী। তাঁর বাড়ি অসমে কোকরাঝাড়ে। হাঁটাপথে অসমের দিকে রওনা দেন তিনি। কোচবিহারে একটি সবজির গাড়ি পেয়ে যান।
সেই গাড়িতেই কোচবিহার ভবানীগঞ্জ বাজার যান ওই যুবক। সেখানে সবজিবোঝাই করার কাজে করছিলেন। অর্থাৎ তিনি বড়বাজারেও ঘোরাঘুরি করেছেন। পরবর্তীতে সেই সবজির গাড়িতে লুকিয়েই তিনি চলে যান অসমে। সেখানেই পুলিশের হাতে ধরা পড়েন এবং পরীক্ষার পরে করোনাভাইরাস পজেটিভ দেখা যায়।
ইতিমধ্যেই কোকরাঝাড় থেকে কোচবিহার জেলা প্রশাসনের কাছে তথ্য এসেছে। সেই তথ্যের ভিত্তিতে ঠিকাদার ও ঠিকাদারের সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকদের চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে সেই সবজিবোঝাই গাড়িটিকেও। গাড়ির চালক, খালাসি ও সেই গাড়িতে যে সমস্ত জায়গায় গিয়েছিল সেই বিষয়ে আরো তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসন।

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version