রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোনকল, ইমেল কিংবা সোশ্যাল মিডিয়ার বার্তার মাধ্যমে টাকা দাবি করছে। নানা প্রলোভন দেখিয়ে বা মিথ্যা অজুহাতে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে।
রাজভবন স্পষ্ট জানিয়েছে, অনানুষ্ঠানিক পথে কখনও টাকা দাবি করা হয় না। ব্যক্তিগত তথ্য বা আর্থিক সহায়তার দাবিও সম্পূর্ণ ভুয়ো। নাগরিকদের উদ্দেশে পরামর্শ, সন্দেহজনক বার্তা বা ফোন পেলে সরকারি সূত্রের মাধ্যমে সত্যতা যাচাই করতে হবে। অচেনা কল বা মেসেজের জবাবে কোনও ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতারিত হলে দ্রুত স্থানীয় সাইবার ক্রাইম সেল বা থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালেও অভিযোগ দাখিল করা যাবে। ([https://cybercrime.gov.in/](https://cybercrime.gov.in/)) অভিযোগ দাখিল করা যাবে। রাজভবনের বার্তা, নাগরিকদের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বের। তাই সামান্যতম সন্দেহজনক ঘটনা চোখে পড়লেই রিপোর্ট করতে হবে। সাইবার প্রতারণা রুখতে সচেতনতা ও সতর্কতাকেই একমাত্র ভরসা বলেই মনে করছে রাজভবন।
আরও পড়ুন – রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের
_
_
_
_
_
_
_