Monday, November 10, 2025

মিটার দেখতে আসবে না কেউ! তবে বিদ্যুতের বিল আসবে কীভাবে

Date:

করোনার দাপট চলছে ভারতে। এর জেরে চলছে লকডাউন। দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে দেশেরর অর্থনৈতিক অবস্থাও ভালো নয়।

তবে এবার কি সংক্রমনের আশঙ্কায় গ্রাহকদের বাড়িতে মিটারের রিডিং বন্ধ? প্রশ্ন উঠছে

বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রয়েছে সংক্রমণের আশঙ্কা। এই কারণে বাড়িতে বাড়িতে মিটার রিডিং-এর কাজ করা যাচ্ছে না। সেই কারণে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি গতবছরের ত্রৈমাসিকের বিদ্যুৎ খরচের পরিসংখ্যানের উপর ভিত্তি করে গড় বিল তৈরি করেছে।

এই প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংক্রমণ বাড়বে এই আশঙ্কায় বন্ধ রয়েছে মিটার রিডিং। চলছে লকডাউন। কারোর বাড়িতে বাড়িতে গিয়ে এই মুহূর্তে মিটার দেখা হচ্ছে না। তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে যখন মিটার রিডিং সম্ভব হবে, তখন আগের বিল এর অংক মিলিয়ে দেওয়া হবে। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সূত্রের খবর, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কথা অনুযায়ী, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের বিধিমতো সংক্রান্ত ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লকডাউনের জন্যই লো এবং মিডিয়াম ভোল্টেজের গ্রাহকদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গ্রাহকরা অনলাইনে বা কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নগদ চেকের মাধ্যমে বিল জমা করতে পারবেন।

শুধুমাত্র রাজ্য বিদ্যুৎ দফতর নয়, সিইএসসি-ও এমন পরিস্থিতিতে বন্ধ রেখেছে মিটার রিডিং নেওয়া।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version