Thursday, May 15, 2025

করোনার দাপটে আর্থিকভাবেও বিপর্যস্ত হয়েছে দেশের রাজ্যগুলি৷

বেহাল অর্থনীতিকে কিছুটা হলেও চাঙ্গা করতে রাজ্যগুলি বিকল্প পথ খুঁজে চলেছে৷

এমনই এক বিকল্প ভাবনা, মদের দামে বিশেষ সেস বসিয়ে আয় বাড়ানো৷ দেশের একাধিক রাজ্য এই পথে হাঁটতে চলেছে৷ দিল্লি, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান ইতিমধ্যেই ৩০ থেকে ৭০ শতাংশ অতিরিক্ত সেস বসিয়ে মদের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দিল্লিতে পেট্রল ও ডিজেলের উপরও কর বাড়ানো হয়েছে। নতুন এই কর বসানোর ফলে দিল্লিতে ডিজেলের দাম ৭ টাকা এবং পেট্রলের দাম দেড় টাকা বাড়তে চলেছে৷ জিএসটি প্রক্রিয়ার পর মদ, পেট্রোপণ্য থেকে সংগৃহীত কর থেকে রাজ্যের সিংহভাগ রাজস্ব আসে৷ তাই লকডাউনের মধ্যেই মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তে কোনও সরকারই আপত্তি করেনি৷ একমাত্র চেন্নাই শহরে মদ বিক্রি চালু করেও ভিড়ের ঠেলায় ফের বন্ধ করা হয়েছে৷ কেজরিওয়ালের পথ অনুসরন করে একাধিক রাজ্য মদ ও পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর বা সেস চাপাতে চাইছে৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই দিল্লিতে মদের দামের উপর ৭০% নতুন কর চাপিয়েছে কেজরি সরকার৷ অন্ধ্রপ্রদেশ বাড়িয়েছে ৫০ %, রাজস্থান চাপিয়েছে ৩০ %। মদের উপর কর বসিয়ে রাজস্ব সংগ্রহের তালিকার শীর্ষে আছে উত্তরপ্রদেশ। গত আর্থিক বছরে উত্তরপ্রদেশ এই খাতে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয় করেছে। সেই তুলনায় পশ্চিমবঙ্গ অবশ্য অনেক কম, আয়ের পরিমাণ ১১ হাজার ৮৭৩ কোটি টাকা।

Related articles

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...
Exit mobile version