Sunday, August 24, 2025

হাঁটা পথে রাজ্যে ঢুকলেন পরিযায়ী শ্রমিকরা, হল না হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন!

Date:

Share post:

ভিন রাজ্য থেকে হাঁটাপথে বাংলায় ফেরা শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং ছাড়া হল না কোনও পরীক্ষা। এমনকী তাঁদের হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন করার ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। অথচ পুলিশের তরফ থেকে তাদের খাবার দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

কেউ থাকেন অসমে,কেউ কোচবিহার কেউবা মাথাভাঙায়।সকলেই রোজগারের খোঁজে ভিন রাজ্যে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের জন্য বিপাকে পড়েন। কাজ না থাকায় বাড়ি ফেরার জন্য তাই হাঁটাপথই বেছে নিয়েছেন। স্ত্রী, শিশু সন্তান নিয়ে খালি পায়ে মাইলের পর মাইল হাঁটছেন। ভ্যানে, সাইকেলে মালপত্র বোঝাই করে তাঁরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। বিহারে কাজ করতে গিয়েছিলেন। সেখানে এক ইটভাটাতে কাজ করতেন। কিন্তু লকডাউনের জন্য ভাটা বন্ধ হয়ে যায়। মালিকও তাঁদের রাখতে চায়নি। তাই অবশেষে হেঁটে, ভ্যানে, সাইকেলে রওনা দিয়েছেন।
এক শ্রমিক জানান, বুধবার রাত ২টো নাগাদ তাঁরা একসাথে ৮০জন রওনা দেন। সারারাত হেঁটে সকালে এক জায়গায় খাবার খান। আবার ফুলবাড়ি পৌঁছে খাবার পান। এর আগে বাংলা-বিহার সীমানায় তাঁদের শুধু থার্মাল স্ক্রিনিং করা হয়। কিন্তু অভিযোগ, আর কোনরকম পরীক্ষা বা স্যানিটাইজশন করা হয়নি। এমনকী কোনো ওষুধও দেওয়া হয়নি তাঁদের। দেওয়া হয়নি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার, হোম আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও। অথচ তাঁরা আসছেন যেনে ফুলবাড়িতে স্থানীয় প্রশাসন তাঁদের জন্য খাবার ব্যবস্থা করে। খাওয়া-দাওয়া করে তাঁরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...