Saturday, May 17, 2025

হাঁটা পথে রাজ্যে ঢুকলেন পরিযায়ী শ্রমিকরা, হল না হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন!

Date:

Share post:

ভিন রাজ্য থেকে হাঁটাপথে বাংলায় ফেরা শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং ছাড়া হল না কোনও পরীক্ষা। এমনকী তাঁদের হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন করার ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। অথচ পুলিশের তরফ থেকে তাদের খাবার দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

কেউ থাকেন অসমে,কেউ কোচবিহার কেউবা মাথাভাঙায়।সকলেই রোজগারের খোঁজে ভিন রাজ্যে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের জন্য বিপাকে পড়েন। কাজ না থাকায় বাড়ি ফেরার জন্য তাই হাঁটাপথই বেছে নিয়েছেন। স্ত্রী, শিশু সন্তান নিয়ে খালি পায়ে মাইলের পর মাইল হাঁটছেন। ভ্যানে, সাইকেলে মালপত্র বোঝাই করে তাঁরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। বিহারে কাজ করতে গিয়েছিলেন। সেখানে এক ইটভাটাতে কাজ করতেন। কিন্তু লকডাউনের জন্য ভাটা বন্ধ হয়ে যায়। মালিকও তাঁদের রাখতে চায়নি। তাই অবশেষে হেঁটে, ভ্যানে, সাইকেলে রওনা দিয়েছেন।
এক শ্রমিক জানান, বুধবার রাত ২টো নাগাদ তাঁরা একসাথে ৮০জন রওনা দেন। সারারাত হেঁটে সকালে এক জায়গায় খাবার খান। আবার ফুলবাড়ি পৌঁছে খাবার পান। এর আগে বাংলা-বিহার সীমানায় তাঁদের শুধু থার্মাল স্ক্রিনিং করা হয়। কিন্তু অভিযোগ, আর কোনরকম পরীক্ষা বা স্যানিটাইজশন করা হয়নি। এমনকী কোনো ওষুধও দেওয়া হয়নি তাঁদের। দেওয়া হয়নি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার, হোম আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও। অথচ তাঁরা আসছেন যেনে ফুলবাড়িতে স্থানীয় প্রশাসন তাঁদের জন্য খাবার ব্যবস্থা করে। খাওয়া-দাওয়া করে তাঁরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

spot_img

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...