Wednesday, December 17, 2025

হাঁটা পথে রাজ্যে ঢুকলেন পরিযায়ী শ্রমিকরা, হল না হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন!

Date:

ভিন রাজ্য থেকে হাঁটাপথে বাংলায় ফেরা শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং ছাড়া হল না কোনও পরীক্ষা। এমনকী তাঁদের হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন করার ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। অথচ পুলিশের তরফ থেকে তাদের খাবার দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

কেউ থাকেন অসমে,কেউ কোচবিহার কেউবা মাথাভাঙায়।সকলেই রোজগারের খোঁজে ভিন রাজ্যে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের জন্য বিপাকে পড়েন। কাজ না থাকায় বাড়ি ফেরার জন্য তাই হাঁটাপথই বেছে নিয়েছেন। স্ত্রী, শিশু সন্তান নিয়ে খালি পায়ে মাইলের পর মাইল হাঁটছেন। ভ্যানে, সাইকেলে মালপত্র বোঝাই করে তাঁরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। বিহারে কাজ করতে গিয়েছিলেন। সেখানে এক ইটভাটাতে কাজ করতেন। কিন্তু লকডাউনের জন্য ভাটা বন্ধ হয়ে যায়। মালিকও তাঁদের রাখতে চায়নি। তাই অবশেষে হেঁটে, ভ্যানে, সাইকেলে রওনা দিয়েছেন।
এক শ্রমিক জানান, বুধবার রাত ২টো নাগাদ তাঁরা একসাথে ৮০জন রওনা দেন। সারারাত হেঁটে সকালে এক জায়গায় খাবার খান। আবার ফুলবাড়ি পৌঁছে খাবার পান। এর আগে বাংলা-বিহার সীমানায় তাঁদের শুধু থার্মাল স্ক্রিনিং করা হয়। কিন্তু অভিযোগ, আর কোনরকম পরীক্ষা বা স্যানিটাইজশন করা হয়নি। এমনকী কোনো ওষুধও দেওয়া হয়নি তাঁদের। দেওয়া হয়নি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার, হোম আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও। অথচ তাঁরা আসছেন যেনে ফুলবাড়িতে স্থানীয় প্রশাসন তাঁদের জন্য খাবার ব্যবস্থা করে। খাওয়া-দাওয়া করে তাঁরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version