Thursday, December 11, 2025

‘কেয়ারটেকার’ হিসাবে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড ৪ সপ্তাহ কাজ চালাবে, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য৷

২৪ ঘন্টা আগে ঘোষণা করা ‘কলকাতা পুরসভার ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর’-কে স্রেফ ‘কেয়ারটেকার’ হিসাবে মাত্র ৪ সপ্তাহের জন্য স্বীকৃতি দিলো কলকাতা হাইকোট৷ চার সপ্তাহ বা এক মাস পর ফের এই মামলা শুনবেন বলে বৃহস্পতিবার শুনানির শেষে জানিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার৷

কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষের পর, ৬ মে রাজ্য সরকারের পুর দফতর
‘কলকাতা পুরসভার ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর’ ঘোষণা করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে৷ এই ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর’ ১৪ জনের, যারা প্রত্যেকেই সদ্য প্রাক্তন পুরবোর্ডের পদাধিকারী৷ এই বোর্ডের চেয়ারপার্সন হিসাবে রাজ্য সরকার বিদায়ী বোর্ডের মেয়র ফিরহাদ হাকিমের নামেই সিলমোহর দেয়৷
বুধবার রাজ্য নগরোন্নয়ন দফতর এক বিশেষ বিজ্ঞপ্তিতে কলকাতা পুরসভায় ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর’ নিয়োগ করে।

সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা দায়ের করেন উত্তর কলকাতার বাসিন্দা শরদকুমার সিংহ। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের এজলাশে বেনজির ভাবে
সন্ধ্যার পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই মামলার শুনানি হয়৷

মামলার আবেদনকারী শরদকুমার সিংহ তাঁর হলফনামায় এবং সওয়ালে বলেছেন,

◾কলকাতা পুর আইনের কোথাও প্রশাসক নিয়োগের কোনও উল্লেখ নেই। রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতর কলকাতা পুর আইনের যে ধারাটি উল্লেখ করে প্রশাসক নিয়োগ করেছে, তা নিতান্তই আইনের অপব্যাখ্যা৷

◾ পশ্চিমবঙ্গ পুর আইনে প্রশাসক নিয়োগ করা গেলেও কলকাতা পুর আইনে নেই।

◾প্রশাসকদের বোর্ডে এমন জনপ্রতিনিধিরা
রয়েছেন, যাঁদের মেয়াদ উত্তীর্ণ।

◾তারপরেও কোন আইনে তাঁদের ফের প্রশাসকদের বোর্ডের সদস্য কোন আইনে করা হয়েছে ?

◾নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কী ভাবে নিজেই নিজেকে প্রশাসকদের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করলেন?

◾করোনা পরিস্থিতিতে যদি প্রশাসক নিয়োগ করতেই হয়, তবে মেয়াদ শেষ হওয়া জনপ্রতিনিধিদের নিয়োগ না করে সরকারি আমলাদের কেন এই দায়িত্ব দেওয়া হলো না ?

◾কলকাতা পুরসভার পুর কমিশনার একজন শীর্ষ আইএএস। তাঁকে প্রশাসক রাখলে ক্ষতি কী হতো ?

◾সরকারের ওই বিজ্ঞপ্তিকে বাতিল করার দাবি জানানো হয়েছে শরদকুমার সিংহের হলফনামায়৷

এ ধরনের সওয়াল শোনার পরই বিচারপতি তালুকদার রাজ্য সরকার নিযু্ক্ত এই বোর্ডকে ৪ সপ্তাহ কেয়ারটেকার বা তদারকি প্রশাসক হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এক মাস পর ফের এই মামলা শুনবেন বলে বিচারপতি জানিয়েছেন।

spot_img

Related articles

মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

মোহনবাগানে কোচিং ইনিংস শুরু করলেন সার্জিও লোবেরা(Serjio Lobera)।  বৃহস্পতিবার থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ। মঙ্গলবার গভীর...

সংসদে মাতঙ্গিনীর নাম বিকৃতি বিজেপির সাংসদের! বহিরাগতদের ধুইয়ে দিল তৃণমূল

বাংলা সম্পর্কে শুধুমাত্র অজ্ঞতা নয়। প্রবল বাংলা বিরোধিতা থেকেই বিজেপির নেতারা বাংলার মনীষীদেরও যে স্বীকৃতি দিতে চান না,...

রাজ্যের উন্নয়নকে গতি দিতে এক দিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 

রাজ্যের সর্বত্র উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে...

তথ্য প্রযুক্তি, গবেষণা থেকে গ্রাহক পরিষেবা: দেশের উন্নয়নের নেতৃত্বে GCC

একসময়ের একটি সাধারণ সাপোর্ট ডেস্ক। এখন গবেষণা, নকশা ও উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ভারতে তৈরি হয়েছে ১৭০০-টিরও...