বাজারগুলিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করতে চায় রাজ্য, জানালেন মেয়র

ফাইল চিত্র

করোনা মোকাবিলায় আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার।

এবার শহরের বড় বাজারগুলিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে নবান্ন। আজ, বৃহস্পতিবার একথা জানান, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “আমরা গত কয়েকদিন ধরেই দেখছি, বড়বাজার, জোঁড়াসাঁকো, পোস্তা, কোলে মার্কেটে করোনার দাপট বাড়ছে। তাই সেখানে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করলে করোনা সংক্রমণ আটকানো যেতে পারে”।

ট্রাক চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়র আরও জানিয়েছেন, বেলগাছিয়া বস্তিতে গত কয়েকদিনে নতুন কোনও রোগীর সন্ধান পাওয়া যায়নি। ফলে শহরের অন্যত্রও বেলগাছিয়া মডেল চালু করতে চায় সরকার।

Previous articleপরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে একঝাঁক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলো বিজেপি শাসিত এই রাজ্য
Next article‘কেয়ারটেকার’ হিসাবে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড ৪ সপ্তাহ কাজ চালাবে, নির্দেশ হাইকোর্টের