Thursday, December 4, 2025

সংক্রমণ না কমলেও পুলিশের তথ্য বলছে, কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা কিছুটা কমেছে

Date:

Share post:

এখনও কলকাতায় করোনা সংক্রমণ সেভাবে রুখে দেওয়া যায়নি ঠিকই, তবে কিছুটা স্বস্তির খবর, শহরের কনটেইনমেন্ট জোনের সংখ্যা কিছুটা কমেছে৷

কলকাতা পুলিশ ৭ মে, বৃহস্পতিবার, কনটেইনমেন্ট জোনের যে তথ্য প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে কলকাতায় এই ধরনের জোনের সংখ্যা এখন ৩১৯। গত ৬ মে রাতে কলকাতা পুলিশের তথ্যই দেখিয়েছিলো, কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩৩২।

কনটেইনমেন্ট জোন ঘোষণার নির্দিষ্ট বিধি আছে ICMR-এর৷
ICMR – এর নির্দেশিকা বলছে, নির্দিষ্ট কোনও কনটেইনমেন্ট জোনে যদি ২১ দিন নতুন করে সংক্রমণের খবর না পাওয়া যায়, তা হলে সেই জায়গাকে ‘ডি কনটেন্ড’ করা হয়, অর্থাৎ যাবতীয় বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়।
কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা কিছুটা কমে যাওয়ায় বোঝা যাচ্ছে, শহরের যে সমস্ত এলাকায় আগে করোনা-আক্রান্তের খোঁজ মিলেছিল, সেখানে এখন আর করোনা-রোগী নেই।

কলকাতায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে আপাতত সাফল্যের মডেল বেলগাছিয়া বস্তি এবং নারকেলডাঙা এলাকা। এমনই দাবি সংশ্লিষ্ট মহলের৷ পুরসভা সূত্রের খবর, কলকাতায় এই দুই এলাকা, বেলগাছিয়া বস্তি এবং নারকেলডাঙায় গত মাসে
গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছিল৷ কিন্তু গত ১৭ দিন এখান থেকে আর কোনো করোনা-রোগীর সন্ধান পাওয়া যায়নি। আর কয়েক দিন নতুন সংক্রমণের খোঁজ না পাওয়া গেলে এই জায়গাগুলিও ‘ডি কনটেন্ড’ করে দেওয়া হবে। কলকাতায় আপাতত কনটেইনমেন্ট জোনের সংখ্যা কিছুটা কমলেও ভবিষ্যতে অসতর্ক বা আইন না মানার প্রবনতা দেখা দিলে, এ ধরনের জোনের সংখ্যা হু হু করে বাড়তে পারে, এমন আশঙ্কা সব সময়ই থাকছে৷

তবে পুরসভা ও পুলিশকে এখন উদ্বেগের মধ্যে রেখেছে বড়বাজার এবং সংলগ্ন এলাকা।বেলগাছিয়া মডেল অনুসরণ করে তিলজলা, তপসিয়া, গার্ডেনরিচ, আলিমুদ্দিন স্ট্রিট এলাকায় করোনা সংক্রমণ ঠেকানোর কাজ চলছে৷ কিন্তু বড়বাজার বা সংলগ্ন এলাকায় তা করা যাচ্ছে না৷ এর একমাত্র কারন, বড়বাজার, পোস্তা,মেছুয়া ফলপট্টি এলাকায় শ’য়ে শ’য়ে বাইরের লরি আসছে ফল নিয়ে। ইফতারের বাজারে ফলের সরবরাহ অক্ষুন্ন রাখতেই লরি ঢুকছে৷ সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হচ্ছে৷ পুরসভার এক শীর্ষ আধিকারিকের কথায়,
“ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছে চেন্নাইয়ে। সেখানকার কোয়ামবেডু পাইকারি বাজার এখন করোনা-ভাইরাসের বৃহত্তম হটস্পট। চেন্নাইয়ে এখন গড়ে ৬০০-৭০০ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। তাঁদের অধিকাংশের সঙ্গেই এই পাইকারি বাজারের যোগ রয়েছে।”

ওদিকে, আক্রান্তের সংখ্যা বাড়ছে হাওড়ায়। তবে ওখানেও স্বস্তির খবর, কনটেইনমেন্ট জোনগুলির বাইরে হাওড়াতে সংক্রমণ ছড়ায়নি৷

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...