নিয়ম মানুন, করোনাকে সঙ্গে নিয়েই বাঁচা শিখতে হবে আমাদের: স্বাস্থ্যমন্ত্রক

টানা লকডাউনের মধ্যেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার পেরিয়ে গিয়েছে। এখনও প্রায় ৩৮ হাজার মানুষ চিকিৎসাধীন। সংক্রমণের হারের নিরিখে কমেছে কোভিডের ডাবলিং রেট বা দ্বিগুণ হওয়ার সময়। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে আমাদের। আর সেজন্য বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। কিছু অভ্যাস সারা জীবনের জন্য রপ্ত করতে হবে। এই মুহূর্তে যে রোগের কোনও প্রতিষেধক নেই, নির্দিষ্ট ওষুধ নেই তাকে বাগে আনতে এইসব নিয়মকে জীবনের অঙ্গ বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। তাঁকে প্রশ্ন করা হয়, ভারতে এখনও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। অর্থাৎ গ্রাফ উর্ধমুখী। এই অবস্থায় ১৭ মে-র পরে কী চিন্তাভাবনা করা হচ্ছে। তার জবাবে লব আগরওয়াল বলেন, লকডাউনের মেয়াদ বাড়লেও অনেক ক্ষেত্রে আমরা ছাড় দিয়েছি। এখন যখন আমরা এইসব ছাড় দেওয়া কথা বলছি, অভিবাসী শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়ে আনা হচ্ছে, তখন একটা কথা মাথায় রাখতে হবে। তা হল, এই করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে আমাদের। তাই করোনাকে সঙ্গে নিয়ে কীভাবে বাঁচা যায় সেই পদ্ধতি শিখতে হবে। এই ভাইরাসের সংক্রমণ রোখার জন্য যে নিয়মকানুন রয়েছে, তাকে আমাদের জীবনের অঙ্গ করে তুলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোওয়া, যত্রতত্র থুথু না ফেলা, নোংরা না ফেলা ইত্যাদি অভ্যাসকে ব্যক্তিজীবন ও সমাজজীবনের অঙ্গ করে নিতে হবে।প্রত্যেকের উচিত নিজেরা সচেতন থাকা ও নিয়ম মানা।

 

Previous articleরবীন্দ্রজয়ন্তী স্পেশাল, প্রতি ঘণ্টায় রঞ্জন, পর্ব-দ্বাদশ
Next articleদেশে কোভিডে সুস্থ হওয়ার হার বেড়ে ২৯.৩৬%, দেশের ২১৬ টি জেলায় নতুন করে আক্রান্তের খবর নেই