এবার তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে বৈঠক করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার দলের জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রের খবর, করোনা বিপর্যয় মোকাবিলায় দলের ভূমিকাকে কীভাবে আরও জনমুখী করা যায়, সেই নির্দেশই দেবেন দলনেত্রী। লকডাউন পর্বে সমস্ত সরকারি পরিষেবা সুষ্ঠুভাবে যাতে জনগণের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার জন্য তিনি বার্তাও দেবেন বলে মনে করা হচ্ছে।
