Monday, August 25, 2025

পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে না ফেরার নির্দেশ যোগী সরকারের

Date:

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা কেউ যেনো হেঁটে না ফেরেন সেদিকে নজর দিলেন যোগী আদিত্যনাথ। গোটা বিষয়টি দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দিল্লির মতো বড় শহরগুলি থেকে এই সময়ে উত্তরপ্রদেশের বাড়িতে যেনো কোনও পরিযায়ী শ্রমিক হেঁটে না আসেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন চেষ্টা করছে। তবে রাজ্য সরকারের নির্দেশের পরেও দিল্লি এবং নয়ডা থেকে ১৭২ জন শ্রমিক পায়ে হেঁটে উত্তরপ্রদেশে ফেরার চেষ্টা করেন। লখনউ থেকে ৫১৪ কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে একটি হাইওয়ের উপর তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানে তাঁদের খাবার খাইয়ে স্থানীয় একটি কলেজে থাকার ব্যবস্থা করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার ফিরোজাবাদ শহরেও দিল্লি, হরিয়ানা ও রাজস্থান থেকে পায়ে হেঁটে আসা বহু শ্রমিককে আটকে দেওয়া হয়। নীতীন গোস্বামী নামে এক শ্রমিক জানান, ” স্ত্রী ও দুবছরের সন্তানকে নিয়ে রাজস্থান থেকে হেঁটে আসছিলাম। প্রায় ১০০ কিলোমিটার হেঁটে এসে একটি ট্রাক দেখতে পাই। ১০ কিলোমিটার রাস্তার জন্য মাথাপিছু ১০০ টাকা ভাড়া নেন ট্রাকচালক। কিন্তু পুলিশ পথ আটকায়। এমনকী আমাদের পেট ভরে খেতেও দেওয়া হয়নি।”

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version