Sunday, November 16, 2025

পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে না ফেরার নির্দেশ যোগী সরকারের

Date:

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা কেউ যেনো হেঁটে না ফেরেন সেদিকে নজর দিলেন যোগী আদিত্যনাথ। গোটা বিষয়টি দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দিল্লির মতো বড় শহরগুলি থেকে এই সময়ে উত্তরপ্রদেশের বাড়িতে যেনো কোনও পরিযায়ী শ্রমিক হেঁটে না আসেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন চেষ্টা করছে। তবে রাজ্য সরকারের নির্দেশের পরেও দিল্লি এবং নয়ডা থেকে ১৭২ জন শ্রমিক পায়ে হেঁটে উত্তরপ্রদেশে ফেরার চেষ্টা করেন। লখনউ থেকে ৫১৪ কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে একটি হাইওয়ের উপর তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানে তাঁদের খাবার খাইয়ে স্থানীয় একটি কলেজে থাকার ব্যবস্থা করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার ফিরোজাবাদ শহরেও দিল্লি, হরিয়ানা ও রাজস্থান থেকে পায়ে হেঁটে আসা বহু শ্রমিককে আটকে দেওয়া হয়। নীতীন গোস্বামী নামে এক শ্রমিক জানান, ” স্ত্রী ও দুবছরের সন্তানকে নিয়ে রাজস্থান থেকে হেঁটে আসছিলাম। প্রায় ১০০ কিলোমিটার হেঁটে এসে একটি ট্রাক দেখতে পাই। ১০ কিলোমিটার রাস্তার জন্য মাথাপিছু ১০০ টাকা ভাড়া নেন ট্রাকচালক। কিন্তু পুলিশ পথ আটকায়। এমনকী আমাদের পেট ভরে খেতেও দেওয়া হয়নি।”

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version