রবীন্দ্রস্মরণে বাংলা। রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। অভিনব রবীন্দ্রজয়ন্তী। গানে কবিতায় শ্রদ্ধা। অনুষ্ঠান হলো রাস্তার মাঝে। ক্যাথিড্রাল রোডে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রী ইন্দ্রনীল সেন ‘দাঁড়িয়ে আছ আমার গানের ওপারে’ গান দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন। মাল্যদানের পর শুরু হল বিভিন্ন শিল্পীর গান। তাঁরা গান গাইলেন তাঁদের বাড়ি থেকে। প্রমিতা মল্লিককে দিয়ে অনুষ্ঠান শুরু। তারপর জয় গোস্বামীর কবিতা, ইন্দ্রানী সেন, স্বপন বসুর, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, সুবোধ সরকার, নচিকেতা সহ শিল্পী কবিদের গানে কবিতায় প্রায় টানা দু’ঘন্টার অনুষ্ঠান।