Tuesday, May 20, 2025

ভাইজাগে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢোলে পরা দেখে শিউরে উঠেছেন তারকা ক্রীড়াবিদরাও

Date:

সানিয়া মির্জা থেকে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সাইনা নেহওয়াল থেকে সানিয়া মির্জা, মহম্মদ কাইফ, সুনীল ছেত্রী- প্রত্যেকেই শোকস্তব্ধ । টুইটারেই ভাইজাগে গ্যাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ।
ছটফট করতে করতে তরতাজা প্রাণগুলির মৃত্যুর কোলে ঢোলে পরা দেখে শিউরে উঠেছেন তাঁরা। মর্মাহত কন্ঠে জানিয়েছেন, ‘এ দৃশ্য দেখা যায় না ‘।
ভাইজাগে রাসায়নিক প্ল্যান্টে মৃতদের
কেউ মাঝরাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছেন , তো কেউ পড়ে রয়েছেন নর্দমায়। জ্ঞান হারিয়ে ফেলা মায়ের পাশে বসে আর্তনাদ করতে দেখা গিয়েছে দুধের শিশুকে। তারকারা জানিয়েছেন, এসব দৃশ্য সহ্য করা যাচ্ছে না। মর্মান্তিক, ভয়ংকর, অস্বস্তিকর বললেও সঠিক ব্যাখ্যা হয় না। আসলে এই দৃশ্য ভোপালের স্মৃতিকে উসকে দিয়েছে । যা দেখে মন খারাপ ক্রীড়া জগতের।
একে দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা মহামারির সঙ্গে লড়াই করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গোটা দেশকে। তারই মধ্যে বেদনাদায়ক ভাইজাগের দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসায়নিক প্লান্টে রাতভর গ্যাস লিক হওয়ার পরে তা পাশ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে৷ এক শিশু-সহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ এক হাজারেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ ছিল। তাই রাসায়নিক বিক্রিয়ার জেরে তাপ উৎপাদন হয়েছে। আর এরপরেই তা লিক করে সর্বত্র ছড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version