পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে কেন্দ্র-রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা সেলিমের

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যে ফেরানোর ব্যাপারে উদাসীন। তাদের কোনও নর, কোনও অ্যাপস কাজ করছে না। শুধুমাত্র চাল চুরির ক্ষেত্রেই তৃণমূল নেতাদের এগিয়ে আসতে দেখা যাচ্ছে”।

পাশাপাশি, তিনি কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচন করে বলেন, “আইন অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বেশি। ট্রেন চালানো তাদের হাতে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে গাইডলাইন তৈরি করেছে, সেখানে ট্রেন চালানোর কথা তিনি বলছেন না। শিয়ালদা-হাওড়া-শালিমার-কলকাতা-খড়গপুর-মালদা আসানসোল-সহ একাধিক স্টেশনে এই ধরনের ট্রেন চালিয়ে শ্রমিকদের নিয়ে আসতে হবে”।

Previous articleসোমেনে বিদ্ধ দুই সরকারই
Next articleমুখ্যসচিবের ব্যক্তিগত ছবি দিয়ে ভুল কুরুচিকর পোস্ট বাবুলের