Wednesday, November 12, 2025

ডায়মন্ড হারবারে ত্রাণ শিবিরেই ফুটফুটে সদ্যোজাতর জন্ম দিলেন পরিযায়ী প্রসূতি! পাশে প্রশাসন

Date:

ত্রাণ শিবিরে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক পরিযায়ী প্রসূতি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার গভর্নমেন্ট আই টি আই কলেজ রিলিফ ক্যাম্পের ঘটনা। গত ২৬ এপ্রিল পূর্ব মেদিনীপুর থেকে পরিযায়ী শ্রমিকদের ২২ জনের একটি দল ডায়মন্ড হারবার হাওয়া ভাটাতে চলে আসেন! বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই পরিযায়ী শ্রমিকদের ডায়মন্ড হারবার গভঃ আই টি আই কলেজের রিলিফ ক্যাম্পে রাখার ব্যবস্থা হয়!

পরিযায়ী শ্রমিকদের মধ্যে পুরুষ-সহ শিশু ও মহিলারাও ছিলেন! এদের মধ্যে এক মহিলা গর্ভবতী ছিলেন! ত্রাণ শিবিরে থাকতে থাকতেই গত ৩ মে ওই গর্ভবতী মহিলা প্রসব বেদনা শুরু হয়। তখনই প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করলে তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন! বর্তমানে ওই প্রসূতি আমিনারা বিবি ও তাঁর সদ্যোজাত সন্তান সুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার রিলিফ ক্যাম্পে রয়েছেন!

ত্রাণ শিবিরে প্রসূতির সন্তান জন্ম দেওয়ার খবর পেয়ে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ওই মহিলা ও তাঁর সদ্যোজাত সন্তানকেকে দেখতে রিলিফ ক্যাম্পে যান। এবং পুষ্টি উপাদান-সহ নতুন জামা কাপড় দেন ওই সদ্যোজাত শিশু ও প্রসূতি-সহ বাকি পরিযায়ী শ্রমিকদের!!

পাশাপাশি, ডায়মন্ড হারবার লালপোল বন্ধু মহলের সদস্যরা আটকে পড়া শ্রমিকদেরকে শুকনো খাবার-সহ নানান সামগ্রী প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় উত্তর ২৪ পরগনা জেলার মিনাখা ও সন্দেশখালিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি। এবং তাঁদেরকে খুবই শীঘ্রই বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version