Sunday, May 11, 2025

BIG BREAKING: স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু ১১ মে! ঘোষণা রেলের

Date:

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই বড় ঘোষণা রেল মন্ত্রকের। আজ, রবিবার রেল মন্ত্রক টুইট করে জানিয়েছে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু হচ্ছে আগামী কাল, অৰ্থাৎ ১১ মে বিকেল ৪টে থেকে! আর ১২মে থেকে প্রতিদিন ১৫ জোড়া ট্রেন চালাবে ভারতীয় রেল। নয়াদিল্লি স্টেশন থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরে চলবে এই ট্রেনগুলি।

মূলত, ট্রেনগুলি চালানো হবে ডিব্রুগর, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবন্তপুরম, মাডগাও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ ও জম্মু তাওয়াই-এর মধ্যে। শুধু তাই নয়, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ঘোষণা অনুযায়ী, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০টি রেল চালানোর পদক্ষেপ গ্রহণ করছে রেলমন্ত্রক। তবে সেটা রাজ্যগুলির সহযোগিতা পাওয়ার পরই সম্ভব।

এদিকে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু ১১ মে বিকেল ৪টে থেকে। কেবলমাত্র IRCTC অফিসিয়াল ওয়েব সাইট (http://www.irctc.co.in/) থেকেই এই বুকিং নেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। রেলের কাউন্টার থেকে কোনও টিকিট বুকিং হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

এরপর যাত্রীরা স্টেশনে শুধুমাত্র অনলাইনে বুকিং করার টিকিটের নথি দেখিয়েই স্টেশনে প্রবেশ করতে পারবেন। কোনও প্লাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। অর্থাৎ, যাত্রী ছাড়া কেউ স্টেশনে আসতে পারবেন না। সরকারি স্বাস্থ্য বিধি মেনে প্রত্যেকের মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক। ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Previous article
Next article

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version