গান গাইছেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন। তবে হিন্দি বা ইংরেজি গান নয়। একেবারে স্পষ্ট উচ্চারণে বাংলা গান গাইছেন অভিনেত্রী। আর সেই গান মুগ্ধ করেছে নেটিজেনদের।

ইনস্টাগ্রামে নিজেই আপলোড করেছেন সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে তিন মাসের মেয়েকে গান শোনাচ্ছেন কল্কি। সাধারণত যে গান সন্তানদের ঘুম পাড়ানোর জন্য মায়েরা গেয়ে থাকেন। সেই গান ই গাইছেন কল্কি। তাঁর গলায় “ঘুম পাড়ানি মাসি পিসি” গান শুনে ইনস্টাগ্রামে কমেন্ট করেছেন টলিউড অভিনেত্রীরাও।
দেখুন সেই ভিডিও-
