Wednesday, August 27, 2025

রাজ্য ও মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবে রাজীব গৌবা।
বাইরে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে প্রতিটি রাজ্যের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজীব গৌবা।লকডাউনে ছাড় দেওয়া নিয়ে রাজ্যগুলির মনোভাব জানতে, প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের সঙ্গে তিনি এই বৈঠক করেন ।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । রবিবার তা ২ হাজার ছাড়িয়েছে । অথচ অনির্দিষ্টকাল লকডাউন করে থাকা ভারতের মতো শ্রমনিবিড় দেশে কার্যত অসম্ভব। ইতিমধ্যেই বহু মানুষ কর্মচ্যুতির মুখে। দেশের অর্থনীতির উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করা এবং সতর্কতা বজায় রাখার মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা হবে তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয় ।
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব জানান, এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের ফেরাতে
৩৫০ টিরও বেশি ‘শ্রমিক স্পেশাল ট্রেন’ রেলপথে চালানো হয়েছে। এর মাধ্যমে সাড়ে ৩ লক্ষ পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরা সম্ভব। এই বিষয়ে কেন্দ্র-রাজ্য সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
তিনি বলেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব জানান, করোনা নিয়ে রাজ্যগুলির পরিস্থিতি বলেছে যে কোভিড-১৯ থেকে বাঁচতে সুরক্ষার প্রয়োজন হলেও অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি ধীরে ধীরে বাড়ানো দরকার।
ক্যাবিনেট সচিব ‘বন্দে ভারত মিশন ‘-এর আওতায় বিদেশ থেকে ভারতীয়দের প্রত্যাবর্তনে রাজ্যগুলির সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন।
প্রসঙ্গত, আগামিকাল দুপুর ৩টেয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ক্যাবিনেট সচিবের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version