করোনার জেরে পাকিস্তানের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে নিজেদের পারমাণবিক বোমা বন্ধক রাখতে হতে পারে পাকিস্তানকে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেজ মিয়াঁদাদ জানিয়েছেন, পাকিস্তানের উপর আবার ঋণের বোঝা চাপতে পারে। সেক্ষেত্রে আইএমএফ—এর মতো সংগঠনের থেকে ঋণ চাইতে হতে পারে। ঋণ নিতে গেলে পাকিস্তানের পরমাণু বোমা বন্ধক রাখতে হতে পারে। এই আবহে মিয়াঁদাদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। সাহায্যের জন্য দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন তিনি।

মিয়াঁদাদ নিজেই বলেন, ”আমি ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তানে একটি অ্যাকাউন্ট খুলেছি। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, ওই অ্যাকাউন্টে টাকা দিন। বিদেশে থাকা পাকিস্তানি জনগণের কাছেও আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। না হলে দেশের পরমাণু অস্ত্র বাঁচাতে পারব না।
