লকডাউনে গৃহবন্দি বাঙালির রবীন্দ্রজয়ন্তী পালনে কিন্তু ভাটা পড়েনি। সোশ্যাল মিডিয়ায় জমজমাট রবীন্দ্রজয়ন্তী পালন। এর মধ্যেই তাঁর ‘ভারত মাতা’ অর্থাৎ তাঁর শাশুড়ির জন্য নাচ করলেন মিথিলা।

লকডাউনের আগে থেকেই বাংলাদেশের রয়েছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের মায়ের সংস্থার রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন মিথিলা। অবশ্যই সরাসরি নয়, ভার্চুয়ালি। পরে সেই ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে।
প্রায় ১৫ বছর পরে নাচলাম! 🙈
আমার ভারত মাতা (মানে আমার শাশুড়ি 😁) সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাব এর রবীন্দ্র জয়ন্তীর ভারচুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়…আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।
সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা ❤ pic.twitter.com/JUw1zUiNgT— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) May 8, 2020