পরপর চারটি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

সোমবার পরপর চারটি বোমা বিস্ফোরণ হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। এমনই জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। কাবুলের উত্তরের একটি জেলাতে বিস্ফোরকগুলো রাখা ছিল রাস্তার ধারে। এদিনের বিস্ফোরণে শিশু-সহ বেশ কয়েক জনের জখম হওয়ার খবর জানা গিয়েছে। সেই সময় ঘটনাস্থলে ছিল বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী।

করোনা রুখতে কাবুলেও চলছে লকডাউন। এরইমধ্যে ঘটছে এমন বোমা বিস্ফোরণের ঘটনা। কয়েক সপ্তাহ ধরেই শহরে চলছে জঙ্গি হামলার মতো ঘটনা। রাস্তার ধারে বিস্ফোরণ বা রকেট হামলার মতো নাশকতামূলক কার্যকলাপ চালাচ্ছে সন্ত্রাসবাদীরা।