চার নম্বর বরোয় বৈঠক, রাস্তায় নামলেন ফিরহাদ

কলকাতা পুরসভায় কনটেইনমেন্ট এলাকা রোজ বাড়ছে। এ ব্যাপারে উদ্বিগ্ন রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম সোমবার নিজে চার নম্বর বোরোতে বৈঠক করেন। ছিলেন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলররাও। উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বেশ কিছু এলাকা রয়েছে এই চার নম্বর বরোতে। পরে ফিরহাদ ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহাকে নিয়ে সেই ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। ফিরহাদ বলেন, আজ এখানে তো কাল ওখানে আক্রান্ত হচ্ছে। ফলে নির্দিষ্ট করে পরিকল্পনা করা যাচ্ছে না। তবে আতঙ্কের কিছু নেই। পরিকল্পনা করেই কাজে নামা হয়েছে।