করোনা আতঙ্কে যখন গোটা দেশ কাঁপছে, তখন নিরাপত্তার ফাঁকফোকর খুঁজে ভারতে নাশকতার ছক কষছে জঙ্গিরা। পাক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এর জন্য সাহায্য চাইছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। গোয়েন্দারা এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই দেশের সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ।
গোয়েন্দারা জেনেছেন যে এখন পাকিস্তানেই রয়েছে দাউদ। গত রবিবারই তাঁকে ইসলামাবাদের ফার্ম হাউসে দেখা গিয়েছে। সেখানে পাক গুপ্তচর সংস্থার কয়েকজনের সঙ্গে বৈঠক করেন দাউদ। সেই বৈঠকে ছিল লস্করের বেশ কয়েকজন প্রথম সারির নেতাও।
গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ভারতের হামলা চালানোর ছক কষে চলেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা।
২৬/১১-র ধাঁচে নাশকতা চালাতে দাউদের সঙ্গে হাত মিলিয়েছে লস্কর-ই-তৈবা!
Date:
Share post:
