Sunday, November 16, 2025

শহর বিদ্যুৎহীন, আর আসানসোলের মেয়র বেমালুম বলছেন, ওটা আমার দেখার বিষয় নয়!

Date:

তিনি আসানসোল শিল্পাঞ্চলের মেয়র। নাম জিতেন্দ্র তেওয়ারি। শহরের অধিকাংশ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে বসে প্রায় ২০ঘন্টা। আর তিনি বেমালুম বলে দিতে পারেন, আমি তো ইলেক্ট্রিসিটি দেখি না। আপনাদের যা করার ওদের সঙ্গেই বুঝে নিন! চমৎকার, এই না হলে মেয়র, শহরের এক নম্বর নাগরিকের দায়িত্বপূর্ণ বিবৃতি!

রবিবার বিকেল থেকে ঝড় বৃষ্টির কবলে পড়ে পশ্চিম বর্ধমান জেলার বিস্তৃর্ণ এলাকা। বাদ যায়নি আসানসোল পৌর নিগম এলাকাও। শিল্পাঞ্চলের বিরাট এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সামান্য ঝড়-বৃষ্টি হলে এটাই স্বাভাবিক রুটিন এই এলাকাগুলির। এবং বিদ্যুৎ পর্ষদের নড়েচড়ে বসতেও আঠারো মাসে বছর। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। থামার পর শহর অন্ধকার। বিদ্যুৎ পর্ষদে ফোন বেজে যায়, কমপ্লেন হয়, কিন্তু কোনও পাল্টা পদক্ষেপ নেই। রাত দেড়টা নাগাদ একটি অঞ্চলের বিদ্যুৎ আসে। কিন্তু শহরের ৬০% এলাকা বিদ্যুৎহীন। কিন্তু কোনও হেলদোল নেই প্রশাসনের। ইলেকক্ট্রিক অফিসও নিদ্রা গিয়েছে। পরিচিত এক বিদ্যুৎকর্মী জানালেন, বহু জায়গায় গাছ পড়ে রয়েছে। সরাতে হবে। বিদ্যুৎ আসতে অনেক দেরি!

অগত্যা এই প্রতিবেদক পরিচয় না দিয়েই মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে সরাসরি ফোন করেন। ভেঙে পড়া গাছ সরানোর আবেদন করেন। দ্রুত বিদ্যুৎ আনার জন্য উদ্যোগ নিতে বলেন। মেয়রের স্পষ্ট জবাব, “আমি ইলেক্ট্রিসিটি দেখি না। যারা দেখেন তাদের বলুন। উত্তরে বলি, লাইনে গাছ পড়ে রয়েছে। সেগুলো তোলার ব্যাপারে একটু উদ্যোগ নিন! এই অনুরোধেও চিড়ে ভিজল না। তাঁর জবাব, ওটা ওদের দায়িত্ব, ওদেরই বলুন! পাল্টা বললাম, ইলেক্ট্রিক ডিপার্টমেন্ট তো ফোনই ধরছে না। কী করে বলব! এবার পান্ডবেশ্বরের বিধায়কের জবাব, যতক্ষণ ফোন না ধরে ফোন করে যান! আমার বিস্মিত প্রশ্ন, আপনার কী কিছুই করার নেই! আসানসোলের মেয়রের জবাব, না আমার কিছুই করার নেই।

এই হলেন আসানসোলের মেয়র। বিদ্যুৎহীন আসানসোলের সমস্ত সহ নাগরিকের প্রতি তাঁর এটাই বার্তা! ইনি কিনা জনপ্রতিনিধি!আসানসোলের নাগরিকরাও বলছেন, এক মাঘে শীত যায় না।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version