Tuesday, May 6, 2025

সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC করোনা- মোকাবিলায় কেন্দ্রের গ্রহণ করা সমস্ত পদক্ষেপ যাচাই করবে৷ এই কমিটির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরি মঙ্গলবার এ কথা জানিয়েছেন৷ একইসঙ্গে অধীরবাবু এদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে ডেকে দেশব্যাপী লকডাউনের কারণে অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব বৃদ্ধির বিষয়ে মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

২২ সদস্যের PAC-র চেয়ারম্যান বহরমপুরের কংগ্রেস সাংসদ ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি। এ দিন তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় কেন্দ্রীয় পদক্ষেপের পরীক্ষার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক বা RBI গভর্নর, আইসিএমআর বা ICMR-সহ অন্যান্য উচ্চপর্যায়ের কেন্দ্রীয় আধিকারিকদেরও ডেকে পাঠানো হতে পারে।
তিনি বলেন, PAC স্বাস্থ্য এবং মহামারি মোকাবিলায় নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলি পরীক্ষা করে দেখবে। তাঁর কথায়, “আমরা অবশ্যই লকডাউনের কারণে সৃষ্টি হওয়া বেকারত্ব মোকাবিলায় সরকারি পদক্ষেপগুলির মূল্যায়ন করব। প্রয়োজনে অন্যান্য সরকারি আধিকারিক এবং RBI-এর গভর্নরকেও তলব করতে পারে PAC”à§· একই সঙ্গে তিনি বলেন, মারণ ভাইরাসের বিরুদ্ধে সরকার স্বাস্থ্যক্ষেত্রের যে পদক্ষেপ নিয়েছে, তা পরীক্ষা করবে PAC। প্রসঙ্গত, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG রিপোর্ট পরীক্ষার পাশাপাশি PAC সরকারি পদক্ষেপের পরীক্ষা করতে পারে। PAC সব থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, যা সমস্ত শীর্ষ আধিকারিককে তলব করার ক্ষমতা রাখে।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version