Thursday, August 28, 2025

পাঁচ দশক পর উদ্ধার দেহ, শেষবার বাবাকে দেখতে চান পাইলটের সন্তানরা

Date:

বাবা নিখোঁজ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটাই বিশ্বাস করে এসেছেন সন্তানরা। হঠাৎই এল বাবার মৃত্যুর খবর। বায়ুসেনার পাইলট এস ভট্টাচার্যের দেহ হিমালয়ের বরফের তলা থেকে উদ্ধার হয়েছে। এ খবর পেয়ে হতবাক সন্তানরা।

১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার একটি এএন-১২ বিমান চণ্ডীগড় থেকে কয়েকজন বিমানকর্মীকে নিয়ে লে-র উদ্দেশে রওনা হয়। লাদাখের আগে আবহাওয়া খারাপ হয়ে যায়। লেফটেন্যান্ট হরকেওয়াল সিংহ ও স্কোয়াড্রন লিডার প্রাণনাথ মলহোত্র বিমানের মুখ ঘোরান। রোটাং পাসের উপরে এসে বিমানের সঙ্গে এটিসির সংযোগ ছিন্ন হয়। বায়ুসেনার এক ঝাঁক পাইলট ও কর্মীদের সঙ্গে নিখোঁজ হন বায়ুসেনার পাইলট এস ভট্টাচার্যও।

১৯৪৩ সালে বায়ুসেনার আধিকারিক ভট্টাচার্যের সঙ্গে সেনাবাহিনীর নার্স আর টি বারের বিয়ে হয়। এরপরই ভট্টাচার্য বদলি হন চণ্ডীগড়ে। স্বামী নিখোঁজ হওয়ার পর
মেঘালয়ের জোয়াইয়ে বাপের বাড়ি ফিরে যান বারে। তার বছর দশেক পরে মৃত্যু হয় বারের।

গত দু’বছর লাগাতার অভিযান চালায় সেনাবাহিনী। তাতেই উদ্ধার হয় এএন-১২ বিমানের ধ্বংসাবশেষ ও বরফ চাপা থাকা দেহগুলির মধ্যে এস ভট্টাচার্যের দেহও। তাঁর মেয়ে
অ্যানিলা জানান, “বিমান দুর্ঘটনার সময় আমার বয়স ছিল ৩ বছর। ছয় ছেলেমেয়ে নিয়ে মা চলে যান জোয়াইয়ের বাড়িতে।” এত বছর পর বাবার মৃত্যুর খবর পেয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে বলে জানান অ্যানিলা। বাবাকে শেষ দেখা দেখতে চান বছর ৫৫ র অ্যানিলা।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version