শুটিং নয়, পোস্ট প্রোডাকসনে অনুমতি

শুটিংয়ে ছাড়পত্র এখনই নয়, তা ঘুরিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে তিনি জানিয়েছেন ফিল্ম এর ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্স মেন্টেন করে এডিটিং, ডাবিং, মিক্সিং-এর কাজগুলি শুরু করা যেতে পারে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো তিনি একবারও শুটিংয়ের কথা বলেননি। অর্থাৎ পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা বললেও শুটিংয়ের অনুমতি এই মুহূর্তে দিচ্ছেন না রাজ্য। এক্ষেত্রে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলেই নেতিবাচক মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই বসিরহাটে শুটিং করতে গিয়ে একটি শর্ট ফিল্মের দল মারমুখী জনতার সামনে পড়ে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

Previous articleপরিযায়ীদের ফেরাতে আরও ১০০টি ট্রেন
Next articleহুগলি এবং মালদহের ঘটনা নিয়ে টুইট রাজ্যপালের