Monday, November 17, 2025

আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প, মোদির ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা

Date:

করোনা সংকটের পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্বুদ্ধ করে দেশের সর্বস্তরের মানুষের জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে চতুর্থ দফার লকডাউনের সিদ্ধান্ত জানিয়ে মোদি বলেন, এই কঠিন সময়ে দেশের প্রান্তিক মানুষ, সংগঠিত-অসংগঠিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, উদ্যোগপতি, কুটির শিল্প, ক্ষুদ্র-মাঝারি শিল্পকে আর্থিক সাহায্য দিতে ভারতের জিডিপির ১০ শতাংশ খরচ করা হবে। মোদির কথায়, সমাজের সর্বস্তরের মানুষকে সহায়তার লক্ষ্যে ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করছি। দেশের অর্থমন্ত্রী ধাপে ধাপে প্যাকেজের বিস্তারিত জানাবেন। আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি করোনা মোকাবিলায় চতুর্থ দফার লকডাউনের কথাও জানিয়ে দেন প্রধানমন্ত্রী, যার বিস্তারিত ১৮ মে-র মধ্যেই ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এদিনের ভাষণের সিংহভাগ জুড়েই ছিল আত্মনির্ভর ভারত অভিযানের সংকল্প। পরিবর্তিত পরিস্থিতিতে করোনা দুর্যোগের আবহ দেশের মানুষের সামনে নতুন সুযোগ তৈরি করেছে কীভাবে তার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, এই করোনা সংকটের মুহূর্তে আমরা বুঝেছি স্থানীয় বাজার, স্থানীয় পণ্য ও স্থানীয় উৎপাদকদের অপরিহার্যতা ও গুরুত্ব। আঞ্চলিক উৎপাদনকেই বিশ্বমানের করতে হবে। করোনা সংকট যখন শুরু হয় তখন ভারতে একটিও পিপিই তৈরি হত না, আর আজ ভারতে রোজ ২ লক্ষ পিপিই তৈরি হচ্ছে। গ্লোবাল সাপ্লাই চেনে ভারতের যে ভূমিকা রয়েছে তার সুযোগ নিয়ে দক্ষতা ও গুণমান বজায় রেখে লোকালকে ভোকাল করতে হবে। প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারতের সংস্কৃতি ও সংস্কার সেই আত্মনির্ভরতার কথা বলে যা আত্মকেন্দ্রিক নয় বরং বিশ্বকল্যাণের লক্ষ্যে কাজ করে।

 

Related articles

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...

”বলিউডে সবাই পুত্রসন্তান চায়’, লিঙ্গ বৈষম্য নিয়ে ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা

বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকে কঙ্গনা রানাউত(Kangana Ranaut )। বলিউড অভিনেত্রী এখন বিজেপির সাংসদ। কিন্তু জনপ্রতিনিধি...

এসটিএফের তল্লাশিতে নায়ারণপুরে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি

রাজ্যে ফের বিপুল টাকা  উদ্ধার। তবে ইডির হানায় নয়, এসটিএফের(STF) তল্লাশিতে। নায়ারণপুর এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার নগধ...
Exit mobile version