করোনা আবহেই সোয়াইন ফ্লু-র ধাক্কা। অসমে মাথা চাড়া দিয়ে উঠেছে সোয়াইন ফ্লু। জানা গিয়েছে ইতিমধ্যে, মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি শূকরের। রাজ্যের পশুপালন মন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, পশুদের মধ্যে সংক্রমণ দেখা গিয়েছে। যার জেরে ১৩ হাজার শূকরের মৃত্যু হয়েছে। তবে মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কি না তা নিয়ে অবশ্য নিশ্চিত নয় অসম সরকার।
