পিছিয়ে গেল অনূর্ধ্ব ২০ এবং ১৭ মহিলাদের বিশ্বকাপ, সিদ্ধান্ত ফিফার

করোনাভাইরাসের জেরে পিছিয়ে গেল অনুর্ধ্ব ২০ মহিলাদের বিশ্বকাপ। চলতি বছর আগস্ট সেপ্টেম্বরে কোস্টারিকা ও পানামায় এই খেলা হওয়ার কথা ছিল। তা পিছিয়ে দিয়েছে ফিফা। ২০২১ সালের ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ৬ তারিখ অবধি হবে এই টুর্নামেন্ট ৷ মঙ্গলবার এই খবর জানিয়েছে ফিফা।

অন্যদিকে, অনুর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপও হবে ২০২১সালে। ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অবধি হবে এই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে ফিফা। বিবৃতি জারি করে ফিফা বলেছে, এই বছর যারা বয়সের হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন নিজেদের বয়স বিভাগে আগামী বছরেও তারাই খেলবেন।