Sunday, November 16, 2025

কেন্দ্রের আর্থিক প্যাকেজকে কটাক্ষ করে যা বললেন পার্থ

Date:

করোনা মোকাবিলায় লকডাউনে গোটা বিশ্বের মতো ভারতেরও ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দেশের মধ্যবিত্ত-গরিব মানুষের যাতে সমস্যা না হয়, তার জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও খাতে কত বরাদ্দ তা ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আর তা নিয়েই এদিন প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার বেহালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রের আর্থিক প্যাকেজকে কটাক্ষ করে বলেন, “আমরা তো বাজেটে অনেক কথাই বলি। কিন্তু তা আমরা দেখতে পাই না। হাতে পাই না। আমরা যে ৫২ হাজার কোটি টাকা করে দিই সেটা কোথায়? সেটা ১ বছর করে পিছিয়ে দেওয়া হোক।
বাংলার মানুষ দেশের নাগরিক, এই মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করতে পারি। সাহায্যের ঝুলি নিয়ে আসুক।
খাতায়-কলমে টাকা আছে, কিন্তু পকেটে টাকা নেই এ ব্যাপারটা ঠিক হবে না”।

এদিকে আজ ১৩ মে। রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য ঐতিহাসিক দিন। ২০১১ সালের এই দিনেই বাংলার মানুষের রায়ে ৩৪ বছরের বাম জমানকে ধূলিসাৎ করে বাংলার মাটিতে রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলার মানুষের রায় এবং জনগণের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তার ৯ বছর পূর্তি। যদিও সরকারিভাবে ২৭ মে মা-মাটি-মানুষের সরকারের ৯ বছর পূর্তি হবে। আমরা সবাই মিলেই দুঃসময় কাটিয়ে উঠব এটাই আমাদের প্রত্যাশা”।

পাশাপাশি তিনি জানান, বেহালার সমস্ত কাউন্সিলরদের নিয়ে এদিন বৈঠক হয়। রেশন ব্যবস্থা-সহ সমস্ত ব্যবস্থা কীকরে সচল রাখা যায়। সবাই যাতে ঠিকমত রেশন পায়। এইসব ইস্যু নিয়েই বৈঠক হয়।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version