আক্রান্তের জোয়ারে মুম্বইয়ে বেড অমিল, হাসপাতালে সামাজিক দূরত্ব বিধি স্থগিত

মুম্বইয়ের করোনা আক্রান্তের সংখ্যা এতটাই বাড়ছে যে বদল করতে হয়েছে হাসপাতাল-বিধি৷

হাসপাতালগুলিতে   বেড়েই চলেছে করোনা রোগীদের চাপ৷ সেই চাপ সামলাতে “করোনা- ওয়ার্ডে” সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি স্থগিত রাখা হলো৷

মুম্বইয়ের তিনটি ৫০০ বেডের হাসপাতাল এরই মধ্যে রোগী ভর্তি নেওয়ার জায়গা নেই। অথচ বেড়েই চলেছে রোগী ভর্তির চাপ। হাসপাতালগুলি বাধ্য হয়ে রোগীদের বেডের মধ্যে দূরত্ব কমাচ্ছে৷ এই সিদ্ধান্তের পিছনে যুক্তি দেওয়া হয়েছে, ‘‘যেখানে রোগীরা আগে থেকেই সংক্রমিত, তাহলে দূরত্ব রাখার দরকারই বা কী?”
গত ২৪ ঘণ্টায় শহরের হাসপাতালগুলিতে ১,৫০০ নতুন বেডের ব্যবস্থা হয়েছে বেডের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে। ফলে রাতারাতি বেড়েছে বেডের সংখ্যা।সূত্রের খবর, নায়ার হাসপাতালে ৩৩৬ থেকে বেডের সংখ্যা বেড়ে হল ৮০০। কেইএম হাসপাতালে সংখ্যাটা ২০০ থেকে হয়েছে ২২০। সেন্ট জর্জে ৪০০ থেকে ৬৯০।
এদিকে ,মুম্বইয়ের সরকারি হাসপাতালে অবস্থিত ২৫০টি ভেন্টিলেটরের প্রতিটিই এখন ব্যবহৃত। এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে সংক্রমণের চেহারা। বেসরকারি হাসপাতালগুলির তরফে সরকারকে অনুরোধ জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে ২০০ ভেন্টিলেটর বেডের ব্যবস্থা করার জন্য।
দেশে এই মুহুর্তে সর্বাধিক করোনা পজিটিভ রয়েছেন মুম্বইয়ে।এমাসের শেষে সংখ্যাটা ৫০,০০০ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Previous articleআরও দুই ই-বই
Next articleকরোনার জের: ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে গুলাবো সিতাবো