কলকাতা পুরসভার ধাঁচে এবার বারুইপুর-মহেশতলায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকেই প্রশাসক নিয়োগ রাজ্যের

কলকাতা-শিলিগুড়ির পর এবার রাজ্যের বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির প্রশাসক পদে সংশ্লিষ্ট পুরসভাগুলির চেয়ারম্যানকেই নিযুক্ত করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতেও প্রশাসক বসানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।

এদিনই মেয়াদ শেষ হল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুরসভার ৷ নিয়ম মেনে আজই প্রশাসক বোর্ড গঠন করা হল বারুইপুরে। নতুন নির্দেশিকায় প্রশাসক বোর্ডের শীর্ষ পদে রাখা হয়েছে বিদায়ী চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীকে ৷ বারুইপুরে পুরসভা চালানোর জন্য দুই সদস্যের প্রশাসক কমিটি গঠন করেছে রাজ্য সরকার। আর এই কমিটিতেই শীর্ষ পদে বিদায়ী চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান গৌতম দাস।

একইভাবে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পুরসভায় প্রশাসক মণ্ডলী গঠন করে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। এক বিজ্ঞপ্তি জারি করে বর্তমান চেয়ারম্যান দুলাল দাসকে শীর্ষে রেখে ৭ জনের প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে এখানে।

Previous articleকেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই, দাবি সোমেন মিত্রের
Next articleলকডাউনে কেমন আছেন বিনোদন জগতের মানুষ? অকপট স্বীকারোক্তি রুদ্রনীলের