ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গে বৃহস্পতিবার করোনা প্রসঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত, করোনাভাইরাস মোকাবিলা নিয়েই দুই শীর্ষনেতার মধ্যে কথা হয়৷

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদি দু’দেশের করোনা- পদক্ষেপ নিয়েই কথা বলেছেন। সংক্রমণ বৃদ্ধি রুখেই লকডাউন তুলে নেওয়ার ক্ষেত্রে ডেনমার্কের সাফল্যের প্রশংসা করেছেন মোদি। এবং তারা দুজনেই একমত হয়েছেন, ভারতীয় এবং ডেনিশ বিশেষজ্ঞরা একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার জন্য যোগাযোগে রাখবে।
