Sunday, November 16, 2025

কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই, দাবি সোমেন মিত্রের

Date:

লকডাউনের তৃতীয় পর্যায়ের অন্তিম লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণের জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর দু’দিন ধরে সেই প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই প্যাকেজে সত্যিই মানুষের উপকারে আসবে, নাকি শুধুই আই ওয়াশ? প্রশ্ন তুলেছেন বিরোধীরা!

এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভাষনের কোনও সারবক্তা নেই। পুরোটাই লোক ঠকানো কারবার”।

তিনি আরও জানান, লকডাউনের ৫০ দিনের পর পরিযায়ী শ্রমিকদের কথা কেন্দ্রীয় সরকারের মনে হয়েছে। সোমেনবাবু অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, অর্থমন্ত্রী জানেনই না কত জায়গায় পরিযায়ী শ্রমিকরা থাকতে, খেতে পারছে না, কুকুরের মত ঘুরে বেড়াচ্ছে। সেইসব না জেনেই তিনি ঘোষণা করে যাচ্ছে , ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

এখানেই শেষ নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, আসলে সেটা পুরনো-নতুন মিলে দশে-বিশে গোঁজামিল।

কেন্দ্রের পাশাপাশি রাজ্যের ভুমিকারও সমালোচনা করেন সোমেন মিত্র। তাঁর কথায়, ৮ বছর এ রাজ্যে একটি সরকার হয়ে গেছে, তারা আবাস যোজনার নামে মিথ্যা না বলে বাস্তবায়িত করুক। রাজ্য সরকারের কাছে “প্রচেষ্টা” প্রকল্পের আবেদনের শেষ তারিখ বাড়ানোর জন্য অনুরোধও করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version