Saturday, May 3, 2025

‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত! এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও Work From Home চালু হতে চলেছে

Date:

করোনা’র জেরে জেরে গোটা দুনিয়ার সবকিছুই বদলে গিয়েছে, আরও বদল ঘটবে৷ Work From Home বা বাড়ি থেকে কাজের দিকেই জোর দিচ্ছে বেশির ভাগ সংস্থাই৷ এই পদ্ধতিতে অফিস স্পেসের খরচ কমছে, সোশ্যাল ডিস্টেন্সিংও বজায় রাখা যাচ্ছে৷

এবার ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত নিয়ে এই Work From Home-এর শরিক হতে চলেছে কেন্দ্রীয় সরকারও৷ কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের Work From Home বা বাড়ি থেকে কাজ শুরু করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের Work From Home চালুর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে কর্মীবর্গ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ পার্সোনেল৷ সেই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে নির্দিষ্ট কিছুদিন Work From Home করবেন৷ খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কাজের জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিত থাকার পরিমাণ কমাতে হবে৷ এ জন্য প্রতিটি ডিপার্টমেন্টে e-office চালু করতে চলেছে কর্মীবর্গ মন্ত্রক৷ ৭৫টি মন্ত্রক ইতিমধ্যেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করেছে৷ ৫৭টি মন্ত্রক তাদের ৮০ শতাংশ কাজ করছে e-office-এ৷ প্রস্তাবে বলা হয়েছে, একটি স্তরের অফিসারদের ভিপিএন দেওয়া হোক, যাতে তাঁরা কোনও সুরক্ষিত নেটওয়ার্কে ইলেক্ট্রনিক ফাইলগুলি দেখতে পারেন৷ এখনও পর্যন্ত ভিপিএন-এর সুবিধা সহ-সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের রয়েছে৷
তবে সাইবার নিরাপত্তার বিষয়টিও চিন্তার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে বলা আছে, ক্লাসিফায়েড ফাইল ইন্টারনেটে কোনও ভাবেই দেখা যাবে না৷ তাই কর্মীবর্গ মন্ত্রকের বক্তব্য, ক্লাসিফায়েড ফাইল নিয়ে যাঁদের কাজ করতে হয়, তাঁরা অফিসেই কাজ করবেন৷ বাড়িতে নয়৷

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version