আর্থিক প্যাকেজ নিয়ে মোদিকে তোপ অনুরাগের

0
1

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণার পরই মোদিকে একহাত নিলেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ।

নিজের টুইটার হ্যান্ডেলে অনুরাগ লেখেন, “যাক অবশেষে তিনি দেশবাসীকে সত্যি কথা বলেছেন। আত্মনির্ভর হও। না হলে কেউ কিছু করে দেবে না।” তাঁর বক্তব্য, “দেশবাসীর অ্যাকাউন্টে à§§à§« লক্ষ টাকা যাওয়ার কথা ছিল। সেই টাকা জমিয়েই আর্থিক প্যাকেজ বানানো হয়েছে। এই ঘোষণা করার জন্য ৬ বছর ধরে টাকা জমিয়েছেন তিনি। এবার দেখা যাবে আর্থিক প্যাকেজও জমিয়ে অন্য কোনও খাতে বিনিয়োগ করার কথা বলবেন। তখন সেই অর্থের পরিমাণ দাঁড়াবে পাঁচ ট্রিলিয়নে। কী দূরদৃষ্টি!”

প্রসঙ্গত, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। যা নিয়ে ইতিমধ্যেই প্রথম দফায় সাংবাদিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ। মাসখানেক আগে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি।