Tuesday, November 18, 2025

দুর্গাপুরের বদলে শ্রমিক-স্পেশাল থামল রামপুরহাটে! বিক্ষোভ শ্রমিকদের

Date:

Share post:

দুর্গাপুরে থামার কথা থাকলেও যাত্রীদের না নামিয়েই নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দিল ট্রেন। পরিযায়ী শ্রমিকদের ভোগান্তির আরো এক ছবি। খাবার ও পানীয় জলের অভাবের অভিযোগ ছিলই। এবার বেশ কিছু যাত্রীর দুর্গাপুরে নামার কথা থাকলেও, তাঁদের না নামিয়ে নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দেয় ট্রেন। ফলে বীরভূমের রামপুরহাট স্টেশনে ট্রেন থামতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। এর মধ্যেই ট্রেন থেকে নেমে পড়েন ১৭ জন যাত্রী। তাঁদের বাড়ি পাঠিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১২ মে কর্নাটকের বেঙ্গালুরু স্টেশন থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ে। ওই ট্রেনে বাংলায় ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকরা। যাত্রীদের কারও বাড়ি বাঁকুড়া, কারও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম কিংবা মালদা। ঠিক ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের যাত্রীদের নামানো হবে পুরুলিয়া স্টেশনে। কিন্তু সেখানে না নামিয়ে পরে বলা হয় দুর্গাপুরে নামানো হবে। অভিযোগ, সেখানও যাত্রীদের নামতে দেওয়া হয়নি। এরপর বুধবার দুপুরে ট্রেন রামপুরহাট স্টেশনে থামতেই যাত্রীরা প্লাটফর্মে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের অভিযোগ, ট্রেনে পানীয় জল নেই, খাবার নেই। এমনকী শৌচাগারেও জল নেই। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফাঁকে ১৭ জন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তাঁদের মধ্যে পাঁচ জনের বাড়ি বীরভূমের মুরারই থানার রাজগ্রাম, একজন মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে। দুজন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এলাকার বাসিন্দা। বাকিরা পূর্ববর্ধমান জেলার গলসির বাসিন্দা। হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...