Thursday, January 15, 2026

দুর্গাপুরের বদলে শ্রমিক-স্পেশাল থামল রামপুরহাটে! বিক্ষোভ শ্রমিকদের

Date:

Share post:

দুর্গাপুরে থামার কথা থাকলেও যাত্রীদের না নামিয়েই নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দিল ট্রেন। পরিযায়ী শ্রমিকদের ভোগান্তির আরো এক ছবি। খাবার ও পানীয় জলের অভাবের অভিযোগ ছিলই। এবার বেশ কিছু যাত্রীর দুর্গাপুরে নামার কথা থাকলেও, তাঁদের না নামিয়ে নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দেয় ট্রেন। ফলে বীরভূমের রামপুরহাট স্টেশনে ট্রেন থামতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। এর মধ্যেই ট্রেন থেকে নেমে পড়েন ১৭ জন যাত্রী। তাঁদের বাড়ি পাঠিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১২ মে কর্নাটকের বেঙ্গালুরু স্টেশন থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ে। ওই ট্রেনে বাংলায় ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকরা। যাত্রীদের কারও বাড়ি বাঁকুড়া, কারও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম কিংবা মালদা। ঠিক ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের যাত্রীদের নামানো হবে পুরুলিয়া স্টেশনে। কিন্তু সেখানে না নামিয়ে পরে বলা হয় দুর্গাপুরে নামানো হবে। অভিযোগ, সেখানও যাত্রীদের নামতে দেওয়া হয়নি। এরপর বুধবার দুপুরে ট্রেন রামপুরহাট স্টেশনে থামতেই যাত্রীরা প্লাটফর্মে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের অভিযোগ, ট্রেনে পানীয় জল নেই, খাবার নেই। এমনকী শৌচাগারেও জল নেই। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফাঁকে ১৭ জন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তাঁদের মধ্যে পাঁচ জনের বাড়ি বীরভূমের মুরারই থানার রাজগ্রাম, একজন মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে। দুজন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এলাকার বাসিন্দা। বাকিরা পূর্ববর্ধমান জেলার গলসির বাসিন্দা। হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...