Monday, November 17, 2025

দুর্গাপুরের বদলে শ্রমিক-স্পেশাল থামল রামপুরহাটে! বিক্ষোভ শ্রমিকদের

Date:

দুর্গাপুরে থামার কথা থাকলেও যাত্রীদের না নামিয়েই নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দিল ট্রেন। পরিযায়ী শ্রমিকদের ভোগান্তির আরো এক ছবি। খাবার ও পানীয় জলের অভাবের অভিযোগ ছিলই। এবার বেশ কিছু যাত্রীর দুর্গাপুরে নামার কথা থাকলেও, তাঁদের না নামিয়ে নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দেয় ট্রেন। ফলে বীরভূমের রামপুরহাট স্টেশনে ট্রেন থামতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। এর মধ্যেই ট্রেন থেকে নেমে পড়েন ১৭ জন যাত্রী। তাঁদের বাড়ি পাঠিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১২ মে কর্নাটকের বেঙ্গালুরু স্টেশন থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ে। ওই ট্রেনে বাংলায় ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকরা। যাত্রীদের কারও বাড়ি বাঁকুড়া, কারও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম কিংবা মালদা। ঠিক ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের যাত্রীদের নামানো হবে পুরুলিয়া স্টেশনে। কিন্তু সেখানে না নামিয়ে পরে বলা হয় দুর্গাপুরে নামানো হবে। অভিযোগ, সেখানও যাত্রীদের নামতে দেওয়া হয়নি। এরপর বুধবার দুপুরে ট্রেন রামপুরহাট স্টেশনে থামতেই যাত্রীরা প্লাটফর্মে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের অভিযোগ, ট্রেনে পানীয় জল নেই, খাবার নেই। এমনকী শৌচাগারেও জল নেই। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফাঁকে ১৭ জন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তাঁদের মধ্যে পাঁচ জনের বাড়ি বীরভূমের মুরারই থানার রাজগ্রাম, একজন মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে। দুজন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এলাকার বাসিন্দা। বাকিরা পূর্ববর্ধমান জেলার গলসির বাসিন্দা। হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version