Thursday, May 15, 2025

দুর্গাপুরের বদলে শ্রমিক-স্পেশাল থামল রামপুরহাটে! বিক্ষোভ শ্রমিকদের

Date:

দুর্গাপুরে থামার কথা থাকলেও যাত্রীদের না নামিয়েই নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দিল ট্রেন। পরিযায়ী শ্রমিকদের ভোগান্তির আরো এক ছবি। খাবার ও পানীয় জলের অভাবের অভিযোগ ছিলই। এবার বেশ কিছু যাত্রীর দুর্গাপুরে নামার কথা থাকলেও, তাঁদের না নামিয়ে নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দেয় ট্রেন। ফলে বীরভূমের রামপুরহাট স্টেশনে ট্রেন থামতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। এর মধ্যেই ট্রেন থেকে নেমে পড়েন ১৭ জন যাত্রী। তাঁদের বাড়ি পাঠিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১২ মে কর্নাটকের বেঙ্গালুরু স্টেশন থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ে। ওই ট্রেনে বাংলায় ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকরা। যাত্রীদের কারও বাড়ি বাঁকুড়া, কারও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম কিংবা মালদা। ঠিক ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের যাত্রীদের নামানো হবে পুরুলিয়া স্টেশনে। কিন্তু সেখানে না নামিয়ে পরে বলা হয় দুর্গাপুরে নামানো হবে। অভিযোগ, সেখানও যাত্রীদের নামতে দেওয়া হয়নি। এরপর বুধবার দুপুরে ট্রেন রামপুরহাট স্টেশনে থামতেই যাত্রীরা প্লাটফর্মে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের অভিযোগ, ট্রেনে পানীয় জল নেই, খাবার নেই। এমনকী শৌচাগারেও জল নেই। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফাঁকে ১৭ জন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তাঁদের মধ্যে পাঁচ জনের বাড়ি বীরভূমের মুরারই থানার রাজগ্রাম, একজন মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে। দুজন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এলাকার বাসিন্দা। বাকিরা পূর্ববর্ধমান জেলার গলসির বাসিন্দা। হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version